Breaking Newsবিনোদন

দেবের বিয়ে?

বন্ধুত্বের ট্যাগ সরিয়ে রুক্মিণীই তাহলে দেবের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুপারস্টার দেব৷ রুকমিণী মৈত্রর সঙ্গে তাঁর সম্পর্ক আজ আর অজানা নয় কারো। দেবের ফ্যানকূল এঁদের বিবাহের অপেক্ষায় অপেক্ষারত৷ তাঁর কি দেখেছেন দেবের নতুন পোস্ট? তিনি যে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ‘শুভ বিবাহ’ কার্ডের প্রথম পৃষ্ঠা। তা হলে কি এবার আসতে চলেছে সেই মহেন্দ্রক্ষণ? সাত পাকে কি এবার সত্যিই বাঁধা পড়তে চলেছেন টলিডের এই রোম্যান্টিক কপোত-কপোতি?…

রুকমিণী মৈত্র

আচ্ছা, ব্যাপারটা তো এমনও হতে পারে নতুন কোনও ছবির খবর দিতে চলেছেন দেব? নাম হয়ত ‘শুভ বিবাহ’। সময় বলবে সেই কথা। অপেক্ষা করতেই হবে আসল খবরের জন্য।

(Visited 7 times, 1 visits today)

Related Articles

Back to top button
Close
Close