Lead NewsSlideTop Newsকলকাতা

বাসের রেষারেষিতে কান কাটা গেল যাত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ বাসের রেষারেষিতে কান কাটা গেল যাত্রীর। ৬৫ বছর বয়েসী ওই ব্যক্তিকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা গড়িয়াহাটের এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই বাসের চালককে।

অন্যান্য কর্মব্যস্ত দিনের মতো এদিনও অফিস টাইমে ২১২ নম্বর বাসে ছিল উপচে পড়া ভিড়। বাসে বসা তো দূর, ঠিকমতো দাঁড়ানোরও জায়গা পাননি যাত্রীরা। অগত্যা বাসের পাদানিতেই দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন ৬৫ বছরের সমীর পাল নামের এক ব্যক্তিও। কোনওক্রমে দরজার হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন তিনি। ঠিক এমন সময় ৩সি/১ রুটের বাসের সঙ্গে রেষারেষি শুরু করে ওই বাসটি। অতিরিক্ত যাত্রী নেওয়ার জন্য কলকাতার বুকে বাসের রেষারেষি অত্যন্ত স্বাভাবিক ছবি। ৩সি/১ বাসকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ২১২ বাসটি। আর তখনই ঘটে বিপত্তি। গড়িয়াহাট ক্রসিংয়ের কাছে দুটি বাস এতটাই কাছাকাছি চলে আসে যে দুয়ের রেষারেষিতে দুটি কানই ছিঁড়ে যায় যাত্রী সমীর পালের। আঙুলেও গুরুতর চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে বাস থামিয়ে চেঁচামেচি শুরু করেন অন্যান্য যাত্রীরা। খবর দেওয়া হয় পুলিশকেও। গুরুতর আহত অবস্থায় সমীর পালকে আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(Visited 3 times, 1 visits today)

Tags

Related Articles

Back to top button
Close
Close