যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ঢাকা শহরে ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও দুই হাজার ৩৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ডেঙ্গুকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
সূত্রের খবর, ২০১৯ সালের জানুয়ারি থেকে ১১ অগাস্ট সকাল পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৪১ হাজার ১৭৮ হয়েছে। এর মধ্যে অগাস্ট মাসের প্রথম ১০ দিনেই ২২ হাজার ৭১৭ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। ৮ অগাস্ট পর্যন্ত দুদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে দৈনিক হাসপাতালে ভর্তির সংখ্যা কমলেও গত তিন ধরে তা আবারও বাড়ছে। চিন্তিত স্বাস্থ্যদফতর।
ঢাকা শহরের বাইরের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি।
সরকারের পক্ষ থেকে ডেঙ্গুর ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। কারও মধ্যে জ্বর সহ ডেঙ্গুর উপসর্গ দেখা গেলে ঢাকার বাইরে যাওয়ার আগে রক্ত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০ হাজার
(Visited 11 times, 1 visits today)