SlideTop Newsবিদেশ

পাকিস্তানের রাস্তায় ভারতের সমর্থনে পোস্টার, সমালোচনায় পড়ল পাক প্রশাসন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ জম্মু-কাশ্মীর লিয়া হ্যায়। কাল বালুচিস্তান, পিওকে লেঙ্গে। মুঝে বিশ্বাস হ্যায় দেশ কি পিএম অখণ্ড হিন্দুস্তান কি সপনা পুরা করেঙ্গে। ভারতে নয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি পোস্টারে লেখা ছিল এই কথাগুলি। আর এই পোস্টটার কে ঘিরেই রাগে ফুঁসছে ইসলামাবাদ তথা সমগ্র পাকিস্তান। যার ফলে কড়া সমালোচনার মধ্যে পড়তে হয়েছে পাক প্রশাসনকে।

পাকিস্তানিদের দাবি, যারা এর জন্য দায়ী, তাদের শাস্তি দিতে হবে। পাশাপাশি তারা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই পোস্টার যখন লাগানো হচ্ছিল, আমাদের প্রশাসনের কর্তারা কি ঘুমোচ্ছিলেন? জানা গিয়েছে, এক পাকিস্তানি নাগরিক এই পোস্টারের ছবি সমেত ভিডিও ক্লিপ পাঠিয়েছেন বিজেপি নেতা তেজিন্দর সিং পাল বাগাকে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক পাকিস্তানি তরুণ পোস্টারটি পড়ছেন। তারপর প্রশ্ন করছেন, এই ধরনের পোস্টার পাকিস্তানে এল কী করে?

পাশাপাশি পোস্টারের নীচে লেখা আছে, “মহাভারত, এ স্টেপ ফরোয়ার্ড”। ইসলামাবাদ পুলিশ এই পোস্টার ছিঁড়ে দিলেও তার আগেই সেই পোস্টারের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

(Visited 5 times, 1 visits today)

Tags

Related Articles

Back to top button
Close
Close