যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বন্ধ রয়েছে বাঘাযতীন উড়ালপুলের একাংশ। শুরু হয়েছে মেরামতির কাজ। রবিবার রাত থেকে এই উড়ালপুলের মেরামতির কাজ শুরু হওয়ার জন্য পাটুলিমুখী রাস্তা বন্ধ রাখা হয়েছে। ট্রাফিক সূত্রে জানানো হয়েছে, দক্ষিণমুখী রাস্তা বন্ধ রাখা হয়েছে। উত্তরমুখী রাস্তা দিয়ে দুমুখী গাড়ি যাতায়াত করছে। তবে গাড়ির চাপ বাড়লে অজয়নগর ও কালিকাপুর বাইপাস হয়ে রাজা এস সি মল্লিক রোড হয়ে গাড়ি চলাচল করবে। তবে গাড়ির চাপ বাড়লে অবস্থা অনু্যায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ট্রাফিক সূত্রে জানা গেছে। ১৮ তারিখ পর্যন্ত এই মেরামতির কাজ চলবে। এর ফলে বাড়বে যানযট। ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ।
(Visited 2 times, 1 visits today)