Breaking NewsSlideবিনোদন

এখন আর বড় অভিনেতারা স্ক্রিন শেয়ার করতে চান না: অক্ষয়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজকাল আর বড় অভিনেতারা স্ক্রিন শেয়ার করতে চান না। এমনটাই মন্তব্য করলেন অভিনেতা অক্ষয় কুমারের। একটা সময় ছিল যখন সিনেমা নির্মাতারা মাল্টিস্টারার ছবি বানাতেন। একই পর্দায় একসঙ্গে এতগুলো অভিনেতা অভিনেত্রীদের দেখে উচ্ছসিত হয়ে উঠত দর্শক। তবে এখন সেই প্রবণতা বলতে গেলে অনেকটাই কমে গিয়েছে। হাতে গোনা কয়েকজন তারকাই এখন মাল্টিস্টারার সিনেমাতে কাজ করে চলেছেন। তাঁদের মধ্যে অন্যতম খিলাড়ি অক্ষয় কুমার।

অক্ষয় আপাতত ব্যস্ত তাঁর আগামী সিনেমা ‘মিশন মঙ্গল’ নিয়ে। যেখানে একাধিক তারকা রয়েছেন। সেই বিষয়ে অক্ষয় জানান, ”আমি কারোর নাম বলব না কিন্তু এমন একজন অভিনেতা আছেন যিনি একাই নিজেকে সিনেমাতে বড় করে দেখান। নিজের প্রমোশন করার জন্য প্রযোজককে চাপও দেন তিনি। সবসময় নিজকে হিরো বানানোর চক্করে ঘরেন তিনি। আমি খুবই অবাক হয়ে যেতাম এইসব কথা শুনে।” তিনি আরও জানান, ”মানুষ কেন একসঙ্গে মিলেমিশে কাজ করেনা জানি না। হয়ত তাঁদের ভয় আছে মনে। আমি মনে করি ভালো গল্প থাকলেই দুটি হিরোর সিনেমা বানানো যায়। আমি সাতজন হিরোর সিনেমাতেও অভিনয় করেছি।” উল্লেখ্য, অক্ষয়ের ‘মিশন মঙ্গল’ মুক্তি পাবে আগামী ১৫ অগাস্ট।

(Visited 7 times, 1 visits today)

Tags

Related Articles

Back to top button
Close
Close