গোপাল রায়, আরামবাগ: এক বিজেপি নেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের খানাকুল এলাকায়। আক্রান্ত বিজেপির নেতার নাম দেব কুমার পন্ডিত। আহত অবস্থায় বিজেপি নেতাকে খানাকুল প্রাথমিক হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, বিজেপি নেতা যখন তিনি বাইকে করে আরামবাগ দৌলতপুর বিজেপির কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাড়ি ফিরছিলেন। তখন তাঁকে বেশ কিছু তৃণমূল দুষ্কৃতীরা ওই নেতার ওপর অতর্কিতে আক্রমন করে। বিজেপি নেতাকে বাইক থেকে নামিয়ে লাঠিসোটা দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে উদ্ধার করে খানাকুল প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে যদিও তৃণমূলের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ জানান, গতকাল আমাদের আরামবাগ পুলিশ আধিকারিক এর কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। রাতে বিজেপি কার্যালয় থেকে ওই নেতা যখন বাড়ি ফিরছিল ।সেই সময় তৃণমূলের লোক জনেরা তাকে ঘিরে ব্যাপক মারধর করে। আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ কি ব্যবস্থা নেই দেখি। পুলিশ যদি কোন ব্যবস্থা না নেই। তারপরে আমরা এটা নিয়ে আন্দোলনে পথে নামবো। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।