যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী থানার ছোটকাইবাতি এলাকার এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম কার্তিক দাস (১৯)। ধৃত যুবককে মঙ্গলবার কালনা মহকুমা আদালতে তোলা হয়।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, সোমবার কার্তিক দাসের বাড়িতে বেশ কয়েকজন প্রতিবেশী বাচ্চা মেয়ে খেলা করছিল। অভিযোগ, সেই সময় চার বছরের এক শিশুকণ্যাকে ধর্ষনের চেষ্টা করে কার্তিক। এই বিষয়ে ওই শিশুকণ্যার পরিবারের পক্ষ থেকে পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে।
যদিও মঙ্গলবার কালনা আদালতে তোলার সময় অভিযুক্ত যুবক জানায়, মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে। কার্তিক বলেন, ‘ওই বাচ্চারা আমার বাড়িতে খেলার সময় নিজেদের মধ্যে মারামারি করছিল। এমন সময় ওই বাচ্চা মেয়েটি আমার কোলে এসে পড়ে। সেইসময় তার মা আসতেই আমাকে মিথ্যা অভিযোগ তুলে ফাঁসিয়ে দেয়।’ এক পুলিশ আধিকারিক জানান, এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করা হয়ছে।