কৌশিক অধিকারী, ফরাক্কা: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, দুটি পিস্তল ও দুটি অ্যামুনেশন সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত চারজন ৩৪ নং জাতীয় সড়ক এলাকায় বাস ডাকাতির উদ্যশ্যে সামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এলাকায় দাড়িয়ে ছিলো। বৃহস্পতিবার রাতে পুলিশ টহলদারি চালানোর সময় তাদের হাতে নাতে ধরে ফেলে, তাদের কাছে থেকেই উদ্ধার হয় এই পিস্তল গুলি। ধৃত দের নাম রিঙ্কু সেখ সামশেরগঞ্জ লালাপুর বাসিন্দা, ইসমাইল সেখ ফারাক্কার তিলডাঙা বাসিন্দা, আব্দুল হামিদ ও আকাশ দাস ধুলিয়ানের বাসিন্দা। ধৃতদের মধ্যে ইসমাইল সেখ এর বিরুদ্ধে দিন কয়েক আগে গৌড় এক্সপ্রেস এর ডাকাতির ঘটনায়, জড়িত ছিল বলে রেল অফিসার সূত্রের খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী
(Visited 2 times, 1 visits today)