বাবলু প্রামাণিক, বারুইপুর: বিচারাধীন বন্দিদের মাধ্যমে মাদক পাচারের দায়ে গেপ্তার সুখেন্দু দাসকে আজ দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়।ধৃত সুখেন্দু দাস, বারুইপুর টংতলার কেন্দ্রীয় সংশোধনাগারের চিফ ওয়ার্ডেন্ট।
বারুইপুর থানার পুলিসের দাবী, ‘বিচারাধীন বন্দিদের আদালত থেকে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ঢোকানোর সময় বন্দিদের হাতে মোবাইল, মাদক দ্রব্যজনিত ওষুধ তুলে দেয় সুখেন্দু দাস। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল ও কিছু দামি মাদক দ্রব্য জনিত ওষুধ।’
প্রসঙ্গত, সংশোধনাগারে অনেকদিন আগে থেকেই কড়া নজরদারি চলছিল। কিন্তু এই নজরদারি এড়িয়েই শুক্রবার সন্ধের পর আদালত থেকে ফিরে যখন বিচারাধীন বন্দিদের জেলে ঢোকানো হচ্ছিল তখন ওয়ার্ডেন্ট সুখেন্দু দাস বন্দিদের হাতে মোবাইল, সিম কার্ড, মাদক দ্রব্য জনিত ওসুধ তুলে দিতে গিয়েছিলেন। সেই সময় নজরে আসতে পুলিস হাতে নাতে গ্রেপ্তার করে জেল ওয়ার্ডেনকে। সংশোধনাগারের সুপার বারুইপুর থানায় ওয়ার্ডেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পুলিস জানায়, মোবাইল বন্দীদের হাতে চলে গেলে তাদের যোগাযোগের মাধ্যমে নানা অপরাধ সংঘটিত হতে পারতো।