Top Newsকলকাতাবিনোদন

‘রুট’-এ থাকছেন অনন্যা-রজতাভ

নবনীতা দত্তগুপ্ত, কলকাতা: সম্প্রতি আইস মিডিয়া ল্যাব-এর ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য’র মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘ল্যাদ’। এনিমেশন নির্ভর এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। ‘ল্যাদ’-এর সাংবাদিক সম্মেলনে নিজেদের পরবর্তী জার্নির কথা ঘোষণা করল ‘আইস মিডিয়া ল্যাব’। ‘রুট’-এর পরিচালকের নাম এখনও ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা। তবে ‘রুট’ও একটি শর্ট ফিল্ম হতে চলেছে।

ছবির গল্প সম্বন্ধে সেদিন কিছু জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। তবে, মুখ্য দুই চরিত্রে ধরা দেবেন অনন্যা চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত।
‘ল্যাদ’-এর সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়’ও।

প্রসঙ্গত, আইস মিডিয়া ল্যাব-এর সঙ্গে জোট বেঁধেছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। এই জোট আগামী দিনে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের আরও অনেক কাজ নিয়ে আসবেন বলে জানিয়েছেন আইস মিডিয়া ল্যাব-এর ক্রিয়েটিভ হেড তথা ম্যানেজিং পার্টনার দেবোজিৎ সাহা। তবে, ‘রুট’-এর পরিচালক হিসেবেও প্রদীপ্ত ভট্টাচার্যই থাকবেন কিনা সেটা লাখ টাকার প্রশ্ন এই মুহূর্তে।

@শ্বেতা ।।  আপডেট @এস. এ. হামিদ

(Visited 38 times, 1 visits today)

Tags

Related Articles

Back to top button
Close
Close